ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ক্যাম্প

দল এখনো আছে শ্রীলঙ্কায়। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার মাঠে নামার কথা মুমিনুল হকের দলের। এর ভেতরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরুর।


দেশে বর্তমানে চলছে ‘কঠোর বিধিনিষেধ’। যেটি চলবে আগামী ৫মে পর্যন্ত। তবে আগামী ২মে থেকে দেশের মাটিতে অনুশীলন শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এতে অবশ্য শ্রীলঙ্কা সফরে দলে থাকা ক্রিকেটাররা থাকবেন না। দেশে ফিরে দুই দিন বিশ্রাম নিয়ে অনুশীলনে যোগ দেবেন তারা। এমনটিই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।


তিনি বলেন, ‘আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে আছে। দুই ম্যাচ টেস্ট সিরিজের একটা আমরা খেলে ফেলেছি, আরেকটা বাকি আছে। এদিকে আগামী মাসে শ্রীলঙ্কা ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে, সেটার জন্য একটা স্কোয়াড তৈরি করেছি আমরা। যারা বর্তমানে বাংলাদেশে আছে তাদেরকে নিয়ে ২মে থেকে আমরা অনুশীলন শুরু করব।’


শ্রীলঙ্কা সফরের দলে থাকা ক্রিকেটারদের যোগ দেওয়া প্রসঙ্গে আকরাম বলেন, ‘কিছুদিন অনুশীলনের পর যারা শ্রীলঙ্কায় আছে কিন্তু ওয়ানডে স্কোয়াডে থাকবে তারা দুই একদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে যোগ দিবে। এরপর ঈদের ছুটির পর আমরা ওয়ানডে সিরিজটির জন্য পুরোদমে অনুশীলন শুরু করব।’


আগামী ১২ মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসার কথা তাদের। এই সিরিজের সবগুলো ম্যাচ একই ভেন্যুতে আয়োজনের ভাবনা বিসিবির। যদিও এখনো পর্যন্ত ওই ভেন্যু চূড়ান্ত হয়নি।

ads

Our Facebook Page